সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন এলাকা হতে ৪ লক্ষ ৯ হাজার ৬শত টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে নীলডুমুর ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত রবিবার দেবহাটা উপজেলার বহেরা পাকা রাস্তার উপর হতে ২৫ হাজার ৮ শত টাকা মূল্যের ৪৩ জোড়া ভারতীয় সান্ডেল, পারুলিয়া পাকা রাস্তার উপর হতে ৬৩ হাজার ৬ শত টাকা মূল্যের স্যান্ডেল, কেডস ও লবন, কালীগঞ্জ উপজেলার সোলপুর স্লুইচ গেট এলাকা হতে ২ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৫৭০ বোতল ফেন্সিডিল, ১১ সেপ্টেম্বর দেবহাটা উপজেলার বহেরা পাকা রাস্তার উপর হতে ১০ হাজার ৫শত টাকা মূল্যের ২১ প্যাকেট ভারতীয় ল্যাকট্রোজেন গুঁড়া দুধ, ৪৮ হাজার টাকা মূল্যের ২৪ শত প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৯ হাজার টাকা মূল্যৈর ৪৫টি হরলিক্স, দেবহাটা উপজেলার বসন্তপুর স্লুইচ গেট হতে ৯৬ হাজার টাকা মূল্যেও ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিাবি।নিলডুমুর ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সাইদ বিশ্বাসঃসাতক্ষীরা
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …