শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা যুবলীগের আয়োজনে আজ সোমবার বিকেলে আইহাই রাহি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল যুব সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সসমাবেশে হাজারো মানুষের ঢল দেখা গেছে। এর আগে গোদাগাড়ী ইউনিয়নে কোন সমাবেশে এত নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায় নি।সাধারণ মানুষের মাঝে এই আলোচনা শুনা যাচ্ছিলো। গোদাগাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী ইউপি আওয়ামী লীগেরর সভাপতি আব্দুল মতিন, গোদাগাড়ী ইউপির চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান মাসিদুল গণি মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব। যুব সমাবেশে বক্তারা বিশেষ গুরুত্ব দেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের হাত কে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ ই সেপ্টেম্বর রাজশাহীতে আগমন উপলক্ষ্যে সমাবেশে সকলের উপস্থিতি নিশ্চিত করতে আহবান জানান। উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন যারা উপস্থিত হয়ে এই যুব সমাবেশ কে যুব সমুদ্রে পরিনত করেছে তাদেকে আওয়ামী যুলীগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …