জাতিসংঘের ৭২তম অধিবেশন শুরু আজ: রোহিঙ্গা ইস্যু তুলবে বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় অধিবেশন উদ্বোধন হবে। যা বাংলাদেশ সময় রাত দেড়টা। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিতর্ক শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ‘স্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রাম’কে উপজীব্য করা হয়েছে এবারের অধিবেশনের। সঙ্গত কারণেই এবারের অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, বিশ্বায়ন, তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিষ্কাশনের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া আলোচনায় থাকবে জাতিসংঘের এজেন্ডা ২০৩০।

রোহিঙ্গা ইস্যু তুলবে বাংলাদেশ: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেখানকার সেনা বাহিনীর নির্যাতন, হত্যা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া এবং প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ায় সৃষ্ট সংকট সাধারণ অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ।  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। প্রধানমন্ত্রী এবারের জাতিসংঘের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও জানিয়েছেন তিনি জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে তার শপথের মধ্য দিয়ে ৭১তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘটলো। মিরোস্লাভ ৭১তম অধিবেশনের সভাপতি পিটার থমসনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

৭১তম অধিবেশনের সমাপ্তি ভাষণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিদায়ী সভাপতিকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। থমসনের নেতৃত্বে ৭১তম অধিবেশন সফল ছিল বলে উল্লেখ করেছেন মহাসচিব। একইসঙ্গে তিনি সাধারণ পরিষদের নতুন সভাপতি মিরোস্লাভের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন।

বিদায়ী ভাষণে থমসন তার নেতৃত্বে সাধারণ পরিষদের এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীবনধারনের স্থিতিশীল উপায় সৃষ্টির জন্য সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।

৭২তম অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এরই মধ্যে প্রকাশ করেছে জাতিসংঘ। অধিবেশনের সভাপতি মিরোস্লাভ লাজক্যাক সাধারণ পরিষদের আগামী এক বছরের জন্য ছয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে, সাধারণ মানুষের জীবনে পরিবর্তন সাধন, শান্তি বজায় রাখতে প্রতিরোধ ও মধ্যস্ততা, অভিবাসন, এসডিজি ও জলবায়ুর জন্য রাজনৈতিক পদক্ষেপ, মানবাধিকার ও সমতা, সব লিঙ্গের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং মানসম্পন্ন বিভিন্ন কর্মসূচি আয়োজন।

যোগ দেবেন না পুতিন: রুশ সংবাদমাধ্যমের খবর অনুসারে জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৯ সেপ্টেম্বর) পুতিনের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার পরিকল্পনা করেনি প্রেসিডেন্ট।

অধিবেশনে পুতিনের অনুপস্থিতির কারণ সম্পর্কে কোনও তথ্য জানাননি পেসকভ।

জাতিসংঘের সংস্কার প্রশ্নকে সামনে আনবে যুক্তরাষ্ট্র-ইইউ: অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ১৮ সেপ্টেম্বর বিশ্বনেতাদের নিয়ে জাতিসংঘের সদর দফতরে একটি সম্মেলন করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সবচেয়ে সমালোচকদের একজন ট্রাম্প সংস্থাটির সংস্কারের বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করবেন। পরদিন ১৯ সেপ্টেম্বর তিনি অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ভাষণ দেবেন। ট্রাম্প আয়োজিত সম্মেলনে পুতিন যোগ দিবেন কিনা তা জানা যায়নি।

জাতিসংঘের অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজেদের অগ্রাধিকারমূলক ইস্যুগুলো চূড়ান্ত করেছে। এবারের অধিবেশনে ইইউ জাতিসংঘকে ঊর্ধ্বে তুলে ধরবে। সংস্থাটির শক্তিশালীকরণ ও সংস্কারকে অগ্রাধিকার হিসেবে নিয়েছে তারা। একই সঙ্গে বৈশ্বিক শৃঙ্খলার ওপরও জোর দেবে সংস্থাটি। এছাড়া ইইউ শান্তি ও সংঘাত প্রতিরোধ, লিঙ্গীয় সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করবে।

এই সময়ে নিউইয়র্কে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্লোবার গোলস উইক ২০১৭ ও নিউ ইয়র্ক জলবায়ু সপ্তাহ ২০১৭।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।