ঢাকা: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ খারিজের রায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ওই রায় প্রকাশ করা হয়। ওই রায়ের কপি পৌঁছানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. সেলিম মিয়া কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাঈদীর রিভিউ খারিজ সংক্রান্ত রায়ের কপি মঙ্গলবার তার এসেছে।
এর আগে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনে খালাস চেয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চেয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে এ বছরের ১৫ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ দুটি রিভিউ আবেদনই খারিজ করে দেন।
তার আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর মৃত্যুদণ্ডে রায় দেন।