ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় রুমানা খাতুন (২৫) নামের এক গৃৃহবধু গলায় শাড়ি পেঁচিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে স্বামী মিন্টু মিয়ার বাড়িরে ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে অভাব অনাটনের মধ্যে ১ছেলে ও ১মেয়েকে নিয়ে দিন কাটতো তাদের। স্বামীর তেমন কিছু না থাকায় সংসারে অভাব দেখা দিতো সব সময়। সম্পতি গত কয়েক মাস আগে বেলেডাঙ্গা গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা লোন নেন গৃহবধু রুমানা। সেই লোনের টাকা ঠিকমত পরিশেধ করতে না পারায় সোমবার ব্যাংক কর্তকর্তারা গৃহবধুর বাড়িতে লোনের টাকা আনতে যায়। কিন্তু গৃহবধুর কাছে তেমন কোন টাকা না থাকায় ব্যাংক কর্তকর্তারা তাকে অপমান অপদস্ত ও লাঞ্চিত করেন। সেই ক্ষোভ সয়তে না পেরে মনের দুঃখে সবার অজান্তে সোমবার রাতে নিজ ঘরের আড়ায় শাড়ি পেঁচিয়ে আতœহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতন্দের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যেু মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …