কক্সবাজার: নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শনের সময় এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। তারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো। সাধ্যমতো তাদেরকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এসময় তিনি সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতিও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বজন হারানোর বেদনা যে কি সেটা আমরা বুঝি। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মানবিক আচরণ করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
Check Also
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …