জমে উঠলো কোহলি-আনুশকার প্রেম রসায়ন

ফের এক ফ্রেমে ধরা দিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কয়েক দিন আগেই শ্রীলংকায় গাছ লাগিয়ে ‘গো গ্রিন’ প্রেমে মজেছিলেন তারা। আবার একসঙ্গে শপিং করতেও দেখা গিয়েছিল দুই ‘লাভ বার্ড’কে। তাদের সেই সব ‘লাভি ডাভি’ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছিল। এবারও হল তাই। জুটিকে একসঙ্গে দেখা গেল একটি বিজ্ঞাপনের শুটিং-এ। এর আগেও একসঙ্গে শুটিং করেছেন বিরাট-আনুশকা। তবে এ বারেরটা যেন একটু স্পেশ্যাল। অন্য রকম। একেবারে ‘এথনিক’ লুকে, ভারতীয় পোশাকে দারুণ দেখাচ্ছে দুই তারকাকেই। সবচেয়ে মজার ব্যাপার, শুটিংয়ের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তার মধ্যে একটিতে বিরাট-আনুশকার জমজমাট রসায়ন বোঝা যাচ্ছে। মানে প্রেম যে অফ-স্ক্রিন-অন-স্ক্রিন জমে ক্ষীর, সেটা হাতেনাতে ধরা পড়েছে। ছবিতে আনুশকার চোখ ক্যামেরার লেন্সে থাকলেও, বিরাট কিন্তু চোখ সরাতেই পারছেন না প্রেমকার কাছ থেকে। চোখে চোখে আনুশকাকে কী বলছিলেন বিরাট? বিরাট-আনুশকার ফ্যান ক্লাবের সদস্যরা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন শুটিংয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। তবে কিসের বিজ্ঞাপন তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এখন শুধু অপেক্ষা গোটা বিজ্ঞাপনটি সম্প্রচারের।

Check Also

৫ বছরে কিডস ক্রিয়েশন টিভি

৫ম বর্ষে পা রাখলো ছোটদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি । ৮ মার্চ , শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।