গাজীপুর সংবাদদাতা ঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশ এখন আর ফকিরের দেশ নয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দিনদিন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য ও অর্থনৈতিকসহ সব দিক দিয়ে স্বয়ংসম্পর্ণ একটি দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ সরকার দেশের বন্যা দুর্গত মানুষের পাশাপাশি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এদেশে ঢুকে পড়া প্রায় ৫ লাখ রোহিঙ্গার খাদ্য নিশ্চিত করেছে। রোহিঙ্গাদের প্রতি বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ ভূমিকায় ও তাদের প্রতি মানবিকতা বাংলাদেশের ভাবমুর্তিকে অনেক উঁচুতে নিয়ে গেছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত তার কন্যা শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত, নিপিড়িত ও লাঞ্চিত মানুষের কথা বলেন। আর এটা বাঙ্গালী জাতির জন্য অনেক গর্ব।
বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হুইল চেয়ার এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক এসব সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, সরকার দিন দিন নারীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করছে। বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। সেখানে করা হয়েছে ডিজিটালাইজ। বাদ যায়নি সমাজের বিশেষ শিশু বলে পরিচিতরাও। বিধবা, প্রতিবন্ধি, লেকটেটিং মায়েদের, দলিত সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে। আর এ কারণে পরিবার, সমাজ তথা দেশ উপকৃত হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠাণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম প্রমুখ। অনুষ্ঠাণে শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠাণের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর জেলা সংবাদদাতা।
১৩/০৯/২০১৭ ইং।