রোহিঙ্গা মুসলিমদের প্রতি চলমান নিপীড়নের জবাবে মিয়ানমারকে কঠিন শাস্তি পেতে হবে বলে হুশিয়ারি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, রোহিঙ্গাদের সহায়তায় আর্থিকভাবে, সামরিকভাবে এগিয়ে আসার জন্য মুসলিমদের বিশেষ করে নিকটবর্তী দেশগুলোর মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে আল কায়েদা। কট্টরপন্থী এ গোষ্ঠীটি তাদের বিবৃতিতে বলেছে, ‘আমাদের মুসলিম ভাইদের প্রতি যেরকম বর্বর আচরণ করা হয়েছে, তার জবাবে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের মুসলিম ভাইদের সঙ্গে যা করা হয়েছে মিয়ানমার সরকারকেও ওই একই স্বাদ পেতে হবে।’
Check Also
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …