বাগাতিপাড়ায় শিশু ধর্ষন
প্রতিবাদে মানব বন্ধন ধর্ষককে গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় প্রথম (শিশু) শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেফতারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার জামনগর ও চৌধুরী পাড়ার দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এক মানব বন্ধনে বক্তারা এ আল্টিমেটাম দেন। বক্তারা অভিযোগ করেন শিশু শিক্ষার্থীকে ধর্ষনের মতো লোম হর্ষক ঘটনায় মামলার এক মাস পেরোলেও পুলিশ অদৃশ্য কারনে ধর্ষককে গ্রেফতার করেনি। আগামী সাত দিনের মধ্যে ধর্ষক ভাদুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা করা হবে বলেও জানান তারা। বুধবার সকালে জামনগর বাজারে মানব বন্ধন চলাকালে সেখানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্য ও সাধারন মানুষও অংশ নেয়। এতে বক্তব্য দেন জামনগর চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলু হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বানু প্রমুখ। প্রসঙ্গত, গত ৯ আগষ্ট উপজেলার চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিশু শ্রেনীর ওই ছাত্রী স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলছিল। সেসময় খাবার খেতে দেওয়ার লোভ দেখিয়ে জামনগরের রওশনগিরি পাড়ায় আজগর আলীর ছেলে মুদি দোকানী ভাদু (৩২) নিজের ঘরে নিয়ে ধর্ষন করে। এঘটনায় পরদিন শিশুটির বাবা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেন। বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ধর্ষককে গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত আছে।
নাটোরে পাঁচদিনব্যাপী স্কাউট লিডার ট্রেনিং শুরু
নাটোর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও নাটোর জেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় এবং নাটোর সদর উপজেলা স্কাউটসের আয়োজনে পাঁচদিনব্যাপী তিনশ’ ১৯তম স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স বুধবার থেকে শুরু হয়েছে। নাটোরের মহারাজা জে এন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ট্রেনিং কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটেরের জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি শাহিনা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী ও নাটোরের স্কাউট কমিশনার মো: এনামুল হক, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. চিত্রলেখা নাজনিন, মহারাজা জে এন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি রতœা আহমেদ এবং বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার শহিদুল ইসলাম সাজু। নাটোর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০ জন শিক্ষক-শিক্ষিকা এতে অংশ নিচ্ছেন। নাটোর সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক এস এম আবুল কাওসার জানান, আগামী ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে।
গুরুদাসপুরে দেড় বছরের শিশু নিখোঁজ ॥ তিন দিনেও উদ্ধার হয়নি
নাটোর প্রতিনিধি
আহম্মদ আলী নামের দেড় বছরের এক শিশু নিখোঁজের তিন দিনেও উদ্ধার হয়নি। গত সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশির বাড়ি থেকে শিশুটি হাড়িয়ে যায়। নাটোরের গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামে ওই ঘটনা ঘটে। এঘটনায় শিশুর পিতা মনতাজ মুন্সি মঙ্গলবার গুরুদাসপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। তবে নিখোঁজের তিন দিনেও পুলিশ নিখোঁজ শিশুটির হদিস পায়নি। শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশি লিপি বেগম (৩২) শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। মনতাজের বাড়ি নাজিরপুর ইউনিয়নের জামাইনগর গ্রামে। একই গ্রামে বাড়ি লিপি বেগমের। সেখান থেকেই শিশু আহম্মদ ৫ মিনিটের ব্যবধানে নিখোঁজ হয়। শিশু নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে শিশুর পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি। নিখোঁজ শিশুর মা আয়েশা বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আহম্মদ তার ছোট ছেলে। বয়স দেড় বছর। বড় ছেলে মোহাম্মদের বয়স ৭ বছর। সে মাদরাসায় পড়ে। আহম্মদকে খুব ভালবাসতো লিপি ও তার পরিবারের অন্য সদস্যরা। বেশিরভাগ সময় শিশুটি লিপি বেগমের বাড়িতেই থাকতো। ঘটনার দিন লিপি বেগম তাদের বাড়িতে এসে শিশু আহম্মদকে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি তার ছেলেকে ফিরে চান।’
তবে প্রতিবেশী লিপি বেগম দাবি করেন, তাদের সাথে এবং শিশুর পরিবারের সাথে কারো সত্রুতা নেই। সোমবার সকালে তিনি বাড়ি থেকে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। শিশু আহম্মদ বাড়ির ভেতরেই খেলা করছিল। এসময় তিনি অন্য কাজ করছিলেন। মিনিট পাঁচেক পর আর আহম্মদকে পাননি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনার দিন থেকে পুলিশ আশপাশের পুকুর, ডোবা-নালাসহ স্থানীয়দের বাড়ি তল্লাশি করেছে। তারপরও শিশুটির হদিস পাওয়া যায়নি। ঘটনাস্থল এলাকা পুলিশী নজরদারীর মধ্যে রয়েছে। এছাড়া প্রযুক্তিগত তদন্ত চলছে।
গুরুদাসপুরে ভিক্ষুকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
নাটোর প্রতিনিধি
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বেসরকারী সংস্থা জাতীয় তরুন সংঘ পরিচালিত সূর্যে হাসি ক্লিনিকের উদ্দ্যোগে ভিক্ষুকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা সদরে অবস্থিত জেটিএস সূর্যের হাসি ক্লিনিক কার্যালয়ে বুধবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাহিদা আক্তার মিতা। ক্লিনিক ম্যানেজার, মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুন সংঘ উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক। সরকারের ভিক্ষুক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে উপজেলা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বিয়াঘাট ইউনিয়নের ভিক্ষুকদের সাথে কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা ও মতবিনিময় শেষে সম্পূর্ণ বিনামূল্যে তাৎক্ষনিক ১০ জন তালিকাভূক্ত ভিক্ষুকের রক্তের গ্ররুপিং এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ফুপু-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দয়ারামপুরের তালতলা বিলপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মসলেম উদ্দিনের মেয়ে পারুল (২৫) ও তার ভাতিজা নজরুল ইসলামের ছেলে রুহুল (১৮)। নিহতের পরিবারের সদস্য একরামুল হোসেন জানান, ভাতিজা রুহুল তার দাদীর ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর বাঁচাতে গিয়ে তাকে স্পর্শ করলে তার ফুপু পারুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মজুমদার ক্লিনিকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনের মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ফুপু-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দয়ারামপুরের তালতলা বিলপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মসলেম উদ্দিনের মেয়ে পারুল (২৫) ও তার ভাতিজা নজরুল ইসলামের ছেলে রুহুল (১৮)। নিহতের পরিবারের সদস্য একরামুল হোসেন জানান, ভাতিজা রুহুল তার দাদীর ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর বাঁচাতে গিয়ে তাকে স্পর্শ করলে তার ফুপু পারুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মজুমদার ক্লিনিকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা