মিয়ানমার দূতাবাস অভিমুখী ইসলামী আন্দোলনের মিছিল পুলিশের বাধায় পণ্ড

ঢাকা : মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এদিকে ২১ সেপ্টেম্বর ঢাকাস্থ জাতিসংঘের অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে দলটি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে গুলশানের উদ্দেশে রওনা হন। মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছুলে পুলিশ বাধা দেয়। ফলে মিছিলটি গুলশানে মিয়ানমার দূতাবাসে যেতে পারেনি।


পরে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ না নেয়ায় ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ঢাকার অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শান্তিনগর মোড় থেকে সংগঠনটির পাঁচজনের একটি প্রতিনিধিদল মিয়ানমারের দূতাবাসে স্মারকলিপি দিতে গুলশানে যান। মিছিলে মিয়ানমারের জাতীয় পতাকা পোড়ানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
সৈয়দ রেজাউল করিম জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ বাধা দিয়ে ইসলাম বিরোধী মনোভাবের পরিচয় দিয়েছে। তিনি মিছিলের আগে সমাবেশে বলেন, ‘যাদের মধ্যে মানবতা আছে তারা মিয়ানমারে নিষ্ঠুরতা সহ্য করবে না। আমাদের প্রধানমন্ত্রীর বিবেকও নাড়া দিয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’

Check Also

‌‘আ.লীগ-বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই’

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।