এ বছর দেবী দুর্গা আসছেন নৌকায় চড়ে প্রস্থান করবেন ঘোড়ায় চড়ে#বিএনপির প্রয়াত নেতা বদরুজ্জামানের স্বরণে দোয়া মাহফিল

আকবর হোসেন,তালাঃ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ বছর দেবী দুর্গা আসছেন নৌকায় চড়ে এবং প্রস্থান করবেন ঘোড়ায় চড়ে। সেই আংগিকে সারাদেশের ন্যায় তালা উপজেলার ১২ টি ইউনিয়নে প্রায় সকল দুর্গা প্রতিমাগুলোকে বিভিন্ন রংয়ের আচড়ে রাঙ্গিয়ে তুলেছে ভাস্করগণ। বাংলা আশ্বিন মাসের ১০ তারিখে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ১৫ আশ্বিন দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে। পূজাকে ঘিরে চারিদিকে চলছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ভাস্করগণ দিন-রাত পরিশ্রম করে ইতোমধ্যে রংয়ের আচড়ে প্রাণ দিয়েছে প্রতিমা গুলোকে। কাশফোটা শরতের শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা কল্পনার দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিয়েই দুর্গতিনাশিনী দুর্গাদেবীকে বরণ করে নিতে রাতভোর চলছে লাইটিং, প্যান্ডেল এবং গেট সাজ সজ্জার কাজ। উচু নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহাসম্মেলন হয় বলে এ পুজাকে বলা হয় সার্বজনীন পুজা। আর শরতের কাশফোটা লগ্নে হয় বলে শারদীয় উৎসব নামে পরিচিতি পায়। প্রতিমা তৈরীর কারিগর অনীল ভাস্কর ও ঘোষাই চিত্তরঞ্জন জানান, দেবী দুর্গাকে প্রানবন্ত করতে নিরলস পরিশ্রম করেছি। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সবাই পুজা মন্ডবকে সাজানোর কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পুজা মন্ডবকে ঘিরে সাজ সজ্জার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভয়ভীতির উদ্ধে রেখে পূর্বের বৎসরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে পুজা পালন করা হবে বলে আমি বিশ্বাস করি ।

পাটকেলঘাটায় বিএনপির প্রয়াত নেতা বদরুজ্জামানের স্বরণে দোয়া মাহফিল
আকবর হোসন,তালা: তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা রাজপথের সৈনিক প্রয়াত বদরুজ্জামান মোড়লের মৃত্যুর ৪০ দিন অতিবাহিত হওয়ায় তার আতœার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহর নামায শেষে পাটকেলঘাটাস্থ মরহুমের নিজ বাড়িতে পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দিকীয়া ক্কওমিয়া মাদরাসার মুহতামিম মাওঃ মনিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সম্পাদক রকিবুল ইসলাম, যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, কৃষকদলের সভাপতি আলী হোসেন, কুমিরার প্রভাষক রবিউল ইসলাম, কলারোয়া ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, খান ইলিয়াস হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম সেলিম রেজা, ছাত্রনেতা মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম, রিপন , আবির হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রয়াত বদরুজ্জামানের পুত্র স্বাধীন।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।