ঢাকা : ষোড়শ সংশোধনীর রায় ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাতিলে আইনি পদক্ষেপ নিতে সংসদে একটি প্রস্তাব পাশ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে এ প্রস্তাব পাশ করা হয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে আপিল বিভাগের রায়ে তা বাতিল করা হয়। একইসঙ্গে রায়ে জাতীয় সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান বিচারপতির বেশ কিছু পর্যবেক্ষণ দেন।
ওইসব পর্যবেক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ক্ষমতাসীন দল। দলটির দৃষ্টিতে অপ্রাসঙ্গিক ও আপত্তিকর বিষয়গুলো বাতিলেরও দাবি করা হয়।