ঢাকা : দৈনিক ‘সকালের খবর’ বন্ধ ঘোষণা (শাটডাউন) করেছে কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও তানভীর চৌধুরী।
মৌখিক ঘোষণায় তিনি সাংবাদিক ও কর্মচারিদের বলেন, আগামীকাল শুক্রবার সকালের খবর প্রিন্ট ভার্সন বের হবে না। তবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সবার বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে। সবাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা পাবেন।
জানা গেছে, সকালের খবরের প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন চালু থাকছে। পত্রিকাটি কিভাবে পুনরায় চালু করা যায় সেজন্যে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। পত্রিকাটি বাঁচিয়ে রাখার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপের সঙ্গে আলাপ আলোচনা করেছে। সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিদেরও নিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ সকালের খবর বিক্রির প্রস্তাবও দিয়েছে। কিন্তু কোনো পক্ষ থেকেই সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …