আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জানি উন্নয়ন কিভাবে করতে হয়: প্রধানমন্ত্রী

রাজশাহী: ‘আমার কাছে দাবি করার প্রয়োজন নেই। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জানি উন্নয়ন কিভাবে করতে হয়! আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের জন্য কি এনেছি? আমি খালি হাতে আসিনি, আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি।’
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গত সাড়ে ৮ বছরে আওয়ামী লীগ সরকার রাজশাহীতে অনেক উন্নয়ন কর্মকান্ড করেছে যা বিএনপি সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন ও সমৃদ্ধির জোয়ার নিয়ে আসে অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকলে হত্যা খুন, মানি লন্ডারিং ও এতিমখানার টাকা বিদেশে পাচার করে বিদেশে বিত্তবৈভাবে জীবনযাপন করে। এরা দেশে আসলে লুটেরার দেশে পরিণত হয় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে বাংলা ভাইয়ের মতো মানুষদের সৃষ্টি করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইউনুস, ড. তাহেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিএনপি-জামায়াত জোট জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীকে হত্যা করে ড্রেনে ফেলে রেখেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকার রাজশাহী অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, নদীর তীর রক্ষাবাঁধ, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও রাজশাহী সরকারি শিশু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প, পবা, তানোর, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ সজ্জা থেকে ৫০ সজ্জায় উন্নীতকরণ করেছে।
শিল্পায়ন ও কর্মসংস্থানের দিকে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সরকার শিল্পায়নের দিকে বিশেষ নজর দিয়েছে। এজন্য সারা দেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। এঅঞ্চলেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে দিবো। ফলে এ অঞ্চলে কর্মসং¯’ানের সৃষ্টি হবে। ২০২১ সালের মধ্যে  বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত আয়ের দেশে পরিণত হবে।’
ডিজিটাল বাংলাদেশ গড়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন কম খরচে মোবাইল ফোন ব্যবহার ও কলরেটে কথা বলতে পারছে। এছাড়া সরকার বিনা খরচে ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছে এবং এক কোটি ৩০ লক্ষ শিক্ষার্থীদের বৃত্তির টাকা তাদের মায়েদের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। এসবই সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের সুফল।’
অবিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সন্তান মাদকাসক্ত, জঙ্গিবাদে সম্পৃক্ত কিনা সেদিকে নজর দিবেন। এছাড়া মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কাজের কোন স্থান নেই। তাই আপনারা এসব থেকে বিরত থাকতে শিক্ষার্থী ও সমাজের সকলকে দিকনির্দেশনা দিবেন। যাতে করে কেউ এসবে জড়িয়ে না পড়ে।’
শেখ হাসিনা বলেন, ‘৭৫ এ আমি আমার বোন আমাদের পরিবারকে হারিয়েছি। বিদেশে যাবার মাত্র ১৫ দিনের মধ্যে জানতে পারলাম আমাদের পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশে ফেরার পর আমাকে বাড়িতে যেতে দেয়নি জেনারেল জিয়াউর রহমান। আপনারাই ভাবুন যার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয় তার মনের অবস্থা কেমন হয়। তারপরও আমি দেশে ফিরে এসেছি একমাত্র বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়তে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে।’
এর আগে বিকেল ৩টায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে জনগণ তাকে হাত নেড়ে দিয়ে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মঞ্চে উঠে হাত নেড়ে জনসভায় আগতের শুভে”ছা ও অভিনন্দন জানান। জনসভা¯’লে শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম  খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।