বজ্রপাত সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষ রক্ষায় নাটোরে ১২ হাজার তালের চারা ও বীজ রোপন

নাটোর সংবাদদাতা:বজ্রপাত সহ প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে নাটোর সদর উপজেলার মহাসড়ক ও গ্রামীণ রাস্তার ৩৬ কিলোমিটার জুড়ে ১২ হাজার তালের চারা ও বীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর কালেক্টরেট ভবনের সামনে মহাসড়কে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কর্মসুচির উদ্বোধন শেষে একযোগে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রামীণ সড়কে স্কুলের শিক্ষার্থীরা তালের এসব চারা ও বীজ রোপণ করে। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ভৌগলিক আয়তনের আনুপাতিক হারে আমাদের দেশে বনভূমি ও বৃক্ষের পরিমান অনেক কম। এজন্যেই মানুষকে প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়তে হয়। দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বজ্রপাতে প্রাণহানীর সংখ্যা ক্রমশ: বাড়ছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষার পাশপাশি মাটির ক্ষয় রোধ এবং তাল রস ও ফলের পরিধি বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাল গাছের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনিন ও মুহাম্মদ মুণিরুজ্জামান ভূঞাঁ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, উপজেলা কৃষি অফিসার মো: মেহেদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলো। একই সময়ে নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়নের গ্রামীণ সড়কে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়। আগদিঘা থেকে ছাতনী, পন্ডিতগ্রাম থেকে বগুড়া রোড, কৈগাড়ি কৃষ্টপুর থেকে কদমতলী, ডালসড়ক থেকে গোয়াল দিঘী, কাঠালবাড়িয়া থেকে দরাপপুর,রাজিবপুর থেকে চেংগীর হাট, দত্তপাড়া থেকে ফতেঙ্গাপাড়া,একডালা থেকে থেকে তোকিয়া, গোরস্থান বাজার থেকে মাটিয়াপাড়া, গাওপাড়া ঢালান থেকে নারায়নপুর, বাগরোম থেকে রায়হালসা ও হালসা এবং নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে ডালসড়ক পর্যন্ত মোট ৩৬ কিলোমিটার সড়কে তাল গাছের চারা ও বীজ রেপন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি বিভাগ এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।