অভয়নগরের ভৈরব নদীতে একমাত্র প্রাইভেট কার ও মাইক্রো গাড়ীবাহী নৌকা পারাপার সিকির ঘাটে

স্টাফ রিপোর্টার : অভয়নগরের একমাত্র মাইক্রো ও পাইভেট গাড়ী পারাপারের ঘাট সিকির ঘাট। ‘সেতুর অভাবে নৌকায় করে প্রাইভেট ও মাইক্রো গাড়ী পার করা হয় এ ঘাটে। নূহ নবী’র নৌকা সদৃশ দুটি নৌকায় প্রতিদিনই এমন অসংখ্য প্রাইভেট কার পার করা হয়’ বললেন অভয়নগর উপজেলার সিকির ঘাটের এক মাঝি। সরজমিনে গিয়ে এমন দৃশ্য ধরে পড়ে দৈনিক নওয়াপাড়ার এ প্রতিবেদকের ক্যামেরায়। খোজ নিয়ে জানা যায়, অভয়নগর উপজেলার ভৈরব নদীতে প্রায় দু’ডজন খেয়া ঘাট আছে। এর মধ্যে ভাটপাড়া ও নওয়াপাড়া স্টেশন এলাকায় দুটি ফেরি ছিল বাস, ট্রাক ও প্রাইভেট কার পারাপারের জন্য। কিন্তু গত অর্ধযুগ যাবৎ ফেরি দুটি অচল থাকায় ভৈরব উত্তর জনপদের (বাঘুটিয়া, শ্রীধরপুর, শুভরাড়া, সিদ্দিপাশা ও দক্ষিণ নড়াইলের বিছালী ইউনিয়ন) মানুষের ওপারে অর্থাৎ শিল্প শহর নওয়াপাড়া, যশোর ও খুলনায় যাওয়ার আর কোনো মাধ্যম থাকে না। এমতাবস্থায় অভয়নগর ও ফুলতলার সীমান্তে সিকিরঘাটের মাঝি ও নৌকা মালিকেরা অসম্ভবকে সম্ভব করার এক অভিনব উদ্যোগ নেয়। যার ফলশ্রুতিতে সিকিরঘাটের বড় বড় দুটি নৌকায় গত অর্থযুগ ধরে বিবাহসহ বিশেষ কোনো অনুষ্ঠানে যাতায়াতের জন্য প্রাইভেট ও মাইক্রো গাড়ী পারাপার করে থাকে। নওয়াপাড়ায় ভৈরব নদীর উপর সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হলেই কেবল এলাকবাসীর অপেক্ষার প্রহর গুনা শেষ হবে বলে জানালেন ভুক্তভুগিরা।

Please follow and like us:

Check Also

খুলনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ

খুলনায় প্রখর তাপদাহে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে  পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।