নাটোরে ক্যাবল নেটওয়ার্ক কার্যালয়ে হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন

নাটোর সংবদদাতা”নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ কয়েন বাজারে চাঁদা না দেয়ায় ক্যাবল টিভি নেটওয়ার্কের অপারেটরদেও হয়রানী, কার্যালয় দখল, দুই অপারেটরকে মারপিট ও বিভিন্ন স্থানে সম্প্রচার লাইনের তার কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ক্যাবল টিভি নেটওয়ার্কের উদ্যোগে নাটোর-পাবনা মহাসড়কের কয়েনবাজারে আয়োজিত মানববন্ধনকালে কেসিএন ক্যাবল নেটওয়ার্কের সভাপতি আব্দুস সামাদ মন্ডল মিঠু, ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী শাহীন মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম, সোহেল রানা ও আব্বাস আলী বক্তব্য রাখেন। মানববন্ধকালে বক্তারা বলেন, ৬ লাখ টাকা চাঁদা না দেয়ায় গত মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ও তার লোকজন ক্যাবল ব্যবসায়ী জুয়েল ও কর্মী সাজেদুল ইসলামকে পিটিয়ে ধানাইদহ বাজারে কেসিএন ক্যাবল নেটওয়ার্কের কার্যালয়ে তালা মেরে দেয়াসহ বিভিন্ন পয়েন্টে ডিশলাইনে তার কেটে ফেলে। এতে গত তিনদিন যাবৎ এলাকার কয়েক হাজার গ্রাহক টিভি সম্প্রচারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চাঁদা দাবী ও মারপিটের ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বক্তারা অবিলম্বে দোষী রেজাউল করিম মেম্বারকে আটক ও উপযুক্ত শাস্তির দাবী জানান।

মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা
মোবাঃ ০১৭১৩-৭৭৫৯৮০
তাং-১৫.০৯.১৭

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।