রোহিঙ্গারা কি আ’ লীগের আত্মীয়, প্রশ্ন ফারুকের

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান হত্যা-নির্যাতনের কারণে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আওয়ামী লীগের আত্মীয় কিনা তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না, রোহিঙ্গারা কি আওয়ামী লীগের আত্মীয় যে শুধু তারাই ত্রাণ দিবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বন্ধের’ দাবিতে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মণ্ডল, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তারা যে কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করছে, ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।’

এসময় রোহিঙ্গারা শরণার্থী শিবিরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

এদিকে নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিজিবি ও কোস্টগার্ড ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাবু টানিয়ে চাঁদা নিচ্ছে। রোহিঙ্গা নারীদের গায়ের গহনা খুলে নিচ্ছে।’

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।