চট্টগ্রাম: মিয়ানমারে সরকারের নির্যাতন দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ২০টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
শনিবার সকাল ১০টা ও বেলা ১২টার দিকে ত্রাণবাহী দুটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে মো. হাবিবুর রহমান জানান, শনিবার পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী।
এ নিয়ে তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রান পাঠালো ইন্দোনেশিয়া।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …