ইন্দোনেশিয়ার ত্রাণবাহী আরো ২ বিমান চট্টগ্রামে

চট্টগ্রাম: মিয়ানমারে সরকারের নির্যাতন দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ২০টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
শনিবার সকাল ১০টা ও  বেলা ১২টার দিকে ত্রাণবাহী দুটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ সরকারের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে মো. হাবিবুর রহমান জানান, শনিবার পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী।
এ নিয়ে তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রান পাঠালো ইন্দোনেশিয়া।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।