প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে ক্ষমতাসীনরা লুটপাট করবে: রিজভী

ইনবাবগঞ্জ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে ক্ষমতাসীনরা লুটপাট করবে। ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় জনবল ও দক্ষতা বিএনপির আছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জে সদর ও পৌর বিএনপির এক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বিএনপিকে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবাইদুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান করে রিজভী আরো বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে অনিয়ম-দুর্নীতির আশঙ্কা আছে। ক্ষমতাসীনরা লুটপাট করবে।
তিনি বলেন, সরকার বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছেন। তারা ক্ষুধার্ত রোহিঙ্গাদের সঙ্গে তামাশা করেছেন। আর এই তামাশার ফেরিওয়ালা হলেন ওবাইদুল কাদের।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।