মোস্তাফিজের জন্য সুখবর

দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছেন টাইগারদের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান।

আর এই সফরের আগেই পেলেন সুখবর।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত নতুন টি ২০ র‌্যাংকিংয়ে চমক দেখিয়েছেন এই বাঁহাতি পেসার।

আইসিসির টি ২০ র‌্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার।

আইসিসি ঘোষিত টি-টোয়েন্টির নতুন এই র‌্যাংকিংয়ের ৬৯৫ রেটিং পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছেন মোস্তাফিজ।

তাকে জায়গা দিতে ছয়ে নেমে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকে।

৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম আছেন শীর্ষস্থানে। ভারতের জাসপ্রিত বুমরাহ ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৭১৯ রেটিং নিয়ে আছেন তৃতীয় স্থানে।  চারে থাকা আফগান লেগ স্পিনার রশিদ খানের রেটিং পয়েন্ট ৭১৭।

সেরা দশে আরও এক বাংলাদেশি বোলার রয়েছেন। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন তিনি।

টি ২০ বোলিং র‍্যাংকিং

১. ইমাদ ওয়াসিম (৭৪২)

২. জাসপ্রিত বুমরাহ (৭৩৭)

৩. ইমরান তাহির (৭১৯)

৪. রশিদ খান (৭১৭)

৫. মোস্তাফিজুর রহমান (৬৯৫)

৫. স্যামুয়েল বদ্রি (৬৯৪)

৭. জেমস ফকনার (৬৮৮)

৮. সুনীল নারাইন (৬৭৬)

৯. সাকিব আল হাসান (৬৪৮)

১০. রবিচন্দ্রন অশ্বিন (৬২৬)

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।