মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী

দীর্ঘদিন ধরেই মিডিয়াতে নেই এক সময়ের সাড়া জাগানো নায়িকা ময়ূরী।  এফডিসিতেও নেই তার যাতায়াত।  চ্যানেলগুলোর কোনো শোতেও দেখা মেলে না তাকে।

তবে সম্প্রতি পাওয়া গেল নতুন খবর।  বিয়ে করেছেন এ নায়িকা।

গত আগস্ট মাসে তৃতীয়বারের মতো এ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তিনি।  স্বামীর নাম জুয়েল আহমেদ।

ময়ূরীর বর্তমান স্বামী পেশায় মাদ্রাসার শিক্ষক।  বিশেষ সূত্রের বরাতে পাওয়া তথ্য মোতাবেক তিনি এখন গাজীপুরের একটি মাদ্রাসায় পাঠদান করান।

তিন মাসে  ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বলে জানা গেছে।  এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন নায়িকা।

নতুন স্বামীকে নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। ময়ূরীর প্রথম স্বামীর  ঘরের একটি কন্যা সন্তান রয়েছে; নাম অ্যাঞ্জেল।

ময়ূরী প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান তিনি। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি।  এবার মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী।  শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার। সর্বশেষ তার অভিনীত  ‘বাংলা ভাই’ ছবিটি মুক্তি পায়।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।