ফিরোজ হোসেন : সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে শহরের পলাশপোল এলাকায় সাতক্ষীরা গণপূর্ত বিভাগের আয়োজনে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর উন্মোচন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশে মানুষের দোড় গোড়ায় সকল সেবা পৌছে দিতে কাজ করছে বর্তমান সরকার। আগে সাতক্ষীরার মানুষকে পাসপোর্ট করার জন্যে খুলনা বা ঢাকায় যেতে হতো। তাতে ভোগান্তিসহ ব্যয়ও বেশি হতো। এখন সাতক্ষীরায় এ কার্যক্রম শুরু হওয়ায় এ জেলার মানুষ অতি সহজেই পাসপোর্ট করতে পারবে। এখন এই এলাকার মানুষের সময়, অর্থের অপচয় এবং ভোগান্তি কমে যাবে। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগকে বিশ্বব্যাপি স্বাগত জানিয়েছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ.কে.এম আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, উপ বিভাগীয় প্রকৌশলী ড. হেলাল উদ্দিন, ঠিকাদার ইকবাল জমার্দ্দার প্রমুখ। সাতক্ষীরা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে পাঁচ-তলা ভীতের উপর ৩য়তলা ভবন ৩ কোটি ৮৪ লক্ষ ৪৪ হাজার ৭শ’ ৫৮ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ৩০ জুন ২০২০ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …