নেশার টাকার যোগাতে শিশু সন্তানকে বিক্রি করেছে বাবা-মা#বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘গ্র্যাজুয়েশন ডে’ অনুষ্ঠিত

পাঁচ মাস পর উদ্ধার ॥ এক দম্পতিসহ শিশুর বাবা গ্রেফতার ॥গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার যোগাতে দেড়মাসের শিশুপুত্রকে বিক্রির প্রায় ৫মাস পর সোমবার রাতে ওই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে তার মাদকাশক্ত বাবা-মা ২৮ হাজার টাকার বিনিময়ে ময়মনসিংহের নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করা হয়েছিল। এঘটনায় জড়িত থাকায় নিঃসন্তান ওই দম্পতিসহ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিশুর বাবা গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব মিয়া (১৯) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ী এলাকার আমিরুদ্দিনের ছেলে মজিবুর রহমান(৪০) ও মজিবুরের স্ত্রী আমেনা খাতুন (৩০) ।

শ্রীপুর মডেল থানার এসআই কায়সার আহমেদ জানান, শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে প্রায় তিন বছর আগে একই উপজেলার কাওরান বাজার এলাকার মোছলেম উদ্দিনের মেয়ে মাসুমা আক্তার অরনীর বিয়ে হয়। সজিব ও তার স্ত্রী মাসুমা দু’জনই মাদকাসক্ত এবং ইয়াবা ব্যবসায়ী। মাদকাসক্ত এ দম্পতি নেশার টাকা যোগাতে প্রায় ৫ আগে গত ১২ এপ্রিল তাদের দেড় মাসের একমাত্র শিশুপুত্র আলিফকে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ী এলাকার নিঃসন্তান দম্পতি মজিবুর-আমেনার কাছে নগদ আটাশ হাজার টাকায় বিক্রি করে দেয়। নিঃসন্তান এ দম্পতি শিশুটিকে নিজ সন্তানের মত লালন পালন করতে থাকেন। গত কয়েকদিন ধরে সজিব ও তার স্ত্রী মাছুমার মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। ঝগড়া বিবাদের এক পর্যায়ে শিশুটির মা মাসুমা তার শিশু সন্তানকে উদ্ধারের জন্য সোমবার শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে মজিবুর ও তার স্ত্রী আমেনা খাতুনসহ শিশুর পিতা সজিবকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুটিকে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
###

গাজীপুর সংবাদদাতা ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উইন্টার’১৬ টার্মের ছাত্র-ছাত্রীদের ‘গ্র্যাজুয়েশন ডে’ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওই টার্মের ব্যাচেলর অব সায়েন্স (কৃষি) প্রোগ্রাম সম্পন্নকারী ৯ম ব্যাচ, ব্যাচেলর অব সায়েন্স (ফিশারিজ) ৫ম ব্যাচ, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ২য় ব্যাচ এবং ব্যাচেলর অব সায়েন্স (কৃষি অর্থনীতি) এর প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের এ ‘গ্র্যাজুয়েশন ডে’ অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।51

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনাস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অডিটরিয়ামে মঙ্গলবার দুপুরে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারকসহ সাময়িক সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ছাত্র-ছাত্রী, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অনুষ্ঠাণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছৈয়দ জহুরুল আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। এবারের সর্বোচ্চ জিপিএ অর্জনকারী কৃষি অনুষদের ছাত্র আবু সাঈদ মোঃ হাসিবুজ্জামান, ফিশারিজ অনুষদের ছাত্র মোঃ ফয়সাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ছাত্রী মোছাঃ উম্মে হাবিবা এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ছাত্রী সাঈদা আক্তার জুঁই তাদের অনুূভূতিব্যক্ত করেন।

অনুষ্ঠানে কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এম. ময়নুল হক, ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডীন প্রফেসর ড. এম. কামরুজ্জামান নিজ নিজ অনুষদের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় এবারের এ ‘গ্র্যাজুয়েশন ডে’ এর মাধ্যমে ৭৯জন ছাত্র-ছাত্রীকে বিএস (কৃষি) ডিগ্রি, ২১জন ছাত্র-ছাত্রীকে বিএস (ফিসারিজ) ডিগ্রি, ১৩জন ছাত্র-ছাত্রীকে ডিভিএম ডিগ্রি এবং ১৬জন ছাত্র-ছাত্রীকে বিএস (কৃষি অর্থনীতি) এর মোট ১২৯জনকে ডিগ্রি প্রদান করা হয়।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর জেলা সংবাদদাতা।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।