ঢাকা : সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক শ্লোগান দেয়ার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, এদেশে বাইরে থাকার চেয়ে জেলখানাই ভালো। আসেন বাসায়ই আছি, ধরে নিয়ে যান।
শীর্ষনিউজ ডটকম এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো . . .
বাহ! চালের দাম নিয়ে লেখার পরদিনই আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! মামলা কি রেডিই থাকে নাকি? মামলা করবেন, আদালতে গেলে হামলা করবেন! দেশটা তো আপনাদের মগের মুল্লুক, তাই না?
এইদেশে বাইরে থাকার চেয়ে জেলখানাই ভালো। আসেন বাসায়ই আছি, ধরে নিয়ে যান।
Check Also
মিলবাজার এলাকায় প্রেমের অভিনয় করে প্রেমিককে বাসায় ডেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে বেধড়ক মারপিট, দুই লক্ষ টাকা চাঁদাদাবী!
ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া মিলবাজার এলাকায় প্রেমের অভিনয় করে এক …