কলারোয়ায় পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ ৭ব্যক্তি আটক!

স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৭ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাবাড়িয়া ও লাঙ্গলঝাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভির্তিতে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানতে পারেন যে সোনাবাড়িয়া বাজার সংলগ্ন আতিয়ার রহমানের কাঠ গোলার পাশে কয়েকজন মিলে ফেন্সিডিল সেবন করছে। পরে থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র বৈদ্য, আব্দুর রহমান ও নূর আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে উপজেলার চান্দা (পশ্চিমপাড়া) গ্রামের নজরুল সরদারের ছেলে রাজু ইসলাম (২০),সদর উপজেলার আলিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে রোকনুজ্জামান রিন্টু (২১),ঝিকরগাছা উপজেলার বাকড়া (শিমুলিয়া) গ্রামের রবিউল ইসলামের ছেলে তাসকিন ইসলাম রাফসান (২২), নাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বাকড়া রায়পটন বাজার এলাকার মৃত নূরুল হকের ছেলে আনোয়ার হোসেন(২৫)কে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আল মামুন (২৪) কে ৩ বোতল ফেন্সিডিলসহ লাঙ্গলঝাড়া থেকে আটক করে। এ ব্যাপারে আটক মাদক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদক মামলা নং (১৯-২০) ১৯/৯/১৭ দায়ের হয়ে তাদরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আটক অভিযান অব্যহত থাকবে বলে থানা সূত্রে জানা যায়।

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।