রোহিঙ্গা শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক : মিয়ানমার সেনাদের নির্যতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে সরকার কক্সবাজারের ১২টি অস্থায়ী শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বাসসকে জানায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয় কক্সবাজারের ১২টি শরণার্থী শিবিরে রাস্তা নির্মাণে এই অর্থ বরাদ্দ করেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘রাস্তা ছাড়াও সরকার ১২টি শরণার্থী শিবিরে ১২শ স্যানিটারি ল্যাট্রিন তৈরি করছে ও ১২শ নলকূপ বসাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রত্যেক শরণার্থী শিবিরে একশটি করে টয়লেট নির্মাণ করা হবে। এর মধ্যে ৬০টি নারী ও ৪০টি পুরুষদের জন্য।এরই মধ্যে ১২টি শরণার্থী শিবিরে প্রায় দুইশ টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বাকি টয়লেট নির্মাণের কাজও শেষ হবে।’

রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি প্রতিদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।

আশরাফুল আলম খোকন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকেই এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন এবং সেখান থেকে ই-ফাইলিংয়ে স্বাক্ষর করছেন বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই কর্মকর্তা। খবর- বাসস।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।