আকবর হোেসন,তালা: সাতক্ষীরা তালা উপজেলার বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে চালের বাজার । চালের বাজার চড়া হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে । নিম্ম ও মধ্যম আয়ের মানুষের নাগালের বাহিরে চলে গেছে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য । একের পর এক বেড়েই চলেছে সকল প্রকার চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮ থেকে ১০ টাকা। চালের দাম বৃদ্ধিতে দিশেহারা স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। দিন দিন ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। নতুন করে বেড়েছে আটার দামও । কমেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য।
সরেজমিনে মঙ্গলবার তালা ও পাটকেলঘাটা চালের বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ’র ব্যবধানে মিনিকেট চালে কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রয় হচ্ছে ৭০ টাকা, আটাশ ৫ টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৫২ টাকা । মোটা স্বর্ণা ৬ টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রয় ৪২ টাকা। এল সি নুরজাহান মোটা চাল কেজিতে ১০/১২ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রয় হচ্ছে ৪৫/৪৭ টাকা। চালের সাথে প্রতিযোগিতা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আটার দামও। যে আটা বিক্রয় হত ২২ টাকায় এখন কেজি প্রতি ৪ টাকা বেড়ে ২৬ টাকায় বিক্রয় হচ্ছে । ২৫ টাকার আটা এখন কেজি প্রতি ৩০/৩২ টাকায় বিক্রয় হচ্ছে। চাল আটার দাম সমান হারে বৃদ্ধি পাওয়ার ফলে অসহায় খেটে খাওয়া মানুষ জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে পড়েছে ।
তালা বাজার চাল ব্যবসায়ী জনি জানান, আমরা মিল থেকে যেমন দামে চাল ক্রয় করি সামান্য লাভ রেখে খুচরা বিক্রয় করি । তবে চালের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কম হয়।
একটি সূত্রে জানা গেছে, উপজেলার পাটকেলঘাটা বাজারে চাল বাবসায়ী তাদের গোডাউনে চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য চাল মজুদ রেখেছে। এসব অসাধু চাল ব্যবসায়ীদের অতিদ্রুত প্রশাসনের মাধ্যমে এদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার অভিজ্ঞ মহল আহবান জানিয়েছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, উপজেলাতে চালের কোন ঘাটতি নেই। চাল নিয়ে চালাকি করলে মিল মালিক ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …