ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রেসক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে শিক্ষক দীপক শেঠকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। দুই বছর মেয়াদি এ কমিটির অন্য নির্বাহীরা হলেন সহ-সভাপতি হাসান মাসুদ পালাশ ও প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এ সাজেদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া ও সাংস্কুতিক বিষয়ক সম্পাদক আবু রায়হান মিকাঈল, কার্য নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাষ্টার রাশেদুল হাসান কামরুল, নজরুল ইসলাম, তাওফিকুর রহমান সনজু।
উল্লেখ্য গত ১৭শে সেপ্টেম্বর সোমবার কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি এম এ কালাম ও সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদকে মনোনিত করে একটি কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে শিক্ষক দিপক শেঠ সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে আর একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে পাল্টা-পাল্টি প্রেস ক্লাবের কমিটিকে কেন্দ্র করে সুুশীল সমাজের মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে। সাংবাদিকদের কার্যক্রম করার স্থান প্রেস ক্লাবকে নিয়ে একে অপরের দ্বন্দে নিজেরা জড়িয়ে পড়ায় সাধারণ সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করার তারা বিভিন্œ প্রশ্নের সন্মুখীন হচ্ছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …