কুষ্টিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে।#ইবিতে সমাবর্তন বছরের প্রথম সপ্তাহে #

জিয়ারুল ইসলাম কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মশান কালুগাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস কালুগাড়ায় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ইবিতে সমাবর্তন বছরের প্রথম সপ্তাহে
তবিবুর রহমান আকাশ, ইবি সংবাদদাতা-
ইসলমাী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সমাবর্তন আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জমকালো আয়োজনে সমাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ উপস্থিত থাকবেন। বৃহষ্পতিবার বিকাল ৪টায় ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সমাবর্তনে ২০০২ সাল থেকে ¯œাতক ২০১১-১২ ও ¯œাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবছর বিশ্ববিদ্যালয় থেকে ৩৮৪৯০ জনকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক ডিগ্রি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।