তালায় শালতা অববাহিকার জনগণের করণীয় শীর্ষক মতবিনিময়

আকবর হোসেন,তালা: তালায় ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মোকাবেলায় শালতা অববাহিকার জনগণের সমস্যা সমাধানে করণীয় ও প্রস্তাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি। সভায় শালতা নদী রক্ষার দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। সভায় প্রবন্ধ উপস্থাপনা করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা। এ সময় তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব মল্লিক, অধ্যাপক রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী মোঃ সফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, পানি কমিটি নেতা মোড়ল আব্দুস শুকুর, ইউপি সদস্য মনজুয়ারা খালেক, শালতা কমিটি নেতা নির্মল কুমার বিশ্বাস, বিষ্ণু পদ মন্ডল, শিবপদ মল্লিক, শংকর সরদার, সুজিত ভৌমিক, প্রীতিশ মন্ডল এবং উত্তরণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার গৃহীত প্রকল্পসমূহের ফলাফল যাতে প্রতিবন্ধকতা ও বিতর্কবিহীনভাবে কাংখিত মাত্রায় পাওয়া যায় এবং শালতা অববাহিকায় টিআরএম করা যায় সেজন্য উত্তরণ ও পানি কমিটির যৌথ আয়োজনে শালতা রিভার বেসিন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। শালতা রিভার বেসিন কমিটির সদস্যবৃন্দ, তালা উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ, পাখিমারা টিআরএম বিল কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পানি আন্দোলনে জড়িত সূধীসমাজের অতিথিবৃন্দ, পানি কমিটির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কপোতাক্ষ অবাহিকায় পাখিমারা টিআরএম বিল ভিজিট শেষে সভায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী রক্ষায় পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে শালতা নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করায় একমত পোষণ করেন। সভায় শালতা নদী সংশ্লিষ্ট তালা, ডুমুরিয়া, পাইকগাছা উপজেলার সকল জনগণকে অবহিত করার জন্য ৩টি জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।