শেখ কামরুল ইসলাম : সুমনা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকাল মাধ্যমিক প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আরিফুর রহমান, মোঃ আব্দুস সালাম, শেখ মমতাজ উদ্দিন, সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, শেখ তৌহিদুজ্জামান চপল, কাজী আব্দুল মতিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ তানভীর মুরাদ মুন্না প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, মানুষের অস্তিত রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এসময় তারা স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …