শ্রীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবীতে মানববন্ধন

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুর রেল ষ্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা বিরতীর দাবীতে রবিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন লাল পতাকা তুলে সকাল ৬টা ১০ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশনে থামিয়ে মানববন্ধনে অংশ নেয় ঢাকাগামী ট্রেনযাত্রী, স্থানীয় জনতা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিক্ষক-কর্মচারী, শ্রমজীবিরা।

আন্দোলনের আহবায়ক ব্যবসায়ী তপন বনিকের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কামান্ড মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, শ্রীপুর পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১৮ মাস আগে শ্রীপুর রেলষ্টেশনে যাত্রী ও স্থানীয় লোকজনের সাথে মত বিনিময় সভায় রেল মন্ত্রী মজিবুল হক চুন্নু আন্ত:নগর যমুনা ট্রেনটি আপ-ডাউনে শ্রীপুর স্টেশনে যাত্রা বিরতী দেয়ার প্রতিশ্রুতি দেন। গত বছর জাতীয় সংসদে স্থানীয় এমপি আলহাজ্ব এড. মো: রহমত আলী যমুনা ট্রেনটি শ্রীপুর রেল ট্রেশনে যাত্রা বিরতীর দাবীতে জাতীয় সংসদে মৌখিক ভাবে উত্থাপন করলে রেলমন্ত্রী মো: মুজিবুল হক শ্রীপুরে রেলওয়ে ষ্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস যাত্রা বিরতির বিষয়টি মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষাপূর্বক ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান। কিন্তু দীর্ঘ ১৯ মাসেও রেলমন্ত্রী আন্ত:নগর যমুনা ট্রেনটির যাত্রা বিরতি দিতে পারে নি। এতে রেলমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সর্বস্তরের জনগন ক্ষোভ প্রকাশ করেন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো: শাহজাহন মিয়া জানান, ভোর সাড়ে পাঁচটা থেকে কয়েকশ’ মানুষ ব্যনার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শ্রীপুর প্লাটফরমে অবস্থান নিতে শুরু করে। তারা লাল কাপড় নিয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে যায়। ভোর ৬টা ১০ মিনিটে ট্রেন এসে দাঁড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ২০ মিনিট পর ট্রেন লাইন থেকে সরে গেলে ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আন্দোলনকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অনুরোধ করে লাইন থেকে সরিয়ে দিলে ট্রেন যাতায়াতের সিগনাল দেয়া হয়।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।