জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশন ও আশেপাশের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কতৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভ’-সম্পত্তি কর্মকর্তা (অ্যাস্টেট অফিসার) আব্দুল মান্নান এর নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক, পুলিশ ও প্রশাসনের সার্বিক সহযোগীতায় সোমবার সকাল ১০ টা অভিযান শুরু করে, চলে বেলা ৩ টা পর্যন্ত। অভিযানে রেলওয়ে জংশনের আশেপাশের প্রায় ৩ একর জায়গায় অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক কাচাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেস অফিসার (পাকশি) ইউনুস আলী, মিরপুর উপজেলা সহকারী কমিশসার ভুমি সুবর্না রানী সাহা, মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, পোড়াদহ রেলওয়ে স্টেশন মাষ্টার শরিফুল ইসলাম, পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুনীল কুমার সাহা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, পোড়াদহ ইউপি প্যানেল চেয়ারম্যান ও মিরপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সেলিম হাসান মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন, পোড়াদহ’র আহম্মদপুর ক্যাম্প ইন চার্জ এসআই মাজহারুল ইসলাম,রেলওয়ে ভ’-সম্পত্তি কানুন-গো জিয়াউল হক, জাসদ আব্দুল কুদ্দুস, মশিউর রহমান মাসুদ মেম্বার, আজিজুল হক মেম্বারসহ স্থানীয় রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জানা যায়, পোড়াদহ রেলওয়ের দুইপাশে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে জায়গা দখল করে কয়েকশ পাকা-আধাপাকা স্থাপনা নির্মান করে।এসব স্থানীয়রা এতই প্রভাবশালী যে, বার বার অভিযান চালিয়েও ব্যর্থ হয় রেলওয়ে কতৃপক্ষ। অবশেষে স্থানীয় জেলা পুলিশ ও প্রশাসনের সার্বিক সহযোগীতায় রেল কর্তৃপক্ষ প্রভাবশালী দখলদারদের উচ্ছেদ অভিযান সফলভাবে শুরু ও সম্পন্ন করে। আরো জানা যায় এতে জনসাধারনের দোকানপাটসহ গুরুত্বপূর্ন স্থাপনায় প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়।