বেনাপোল প্রতিনিধি
মাদক ও চোরাচালান বিরোধী এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোরের শার্শার অগ্রভ’লোট স্কুল মাঠে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল অহিদার রহমান।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: হোসাইন শওকত, মো: সালাউদ্দিন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মহসিন মিলন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মো: নাজমুল করিম,বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান,বেনাপোল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব প্রমুখ।
রোববার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সুধীজনদের পক্ষে সীমান্তে মাদক ও চোরাচালান বিষয়ে করণীয় বেশ কিছু সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে প্রধান অতিথি বলেন, মাদক ও চোরাচালান’র সাথে স্থানীয় যে সব রাঘব বোয়ালরা জড়িত তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না। যদি কোন নীরিহ মানুষকে বিজিবি অহেতুক হয়রানি করে তার প্রমান পাওয়া গলে সেই সব সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।যশোরে পুলিশের ন্যায় মাদক দ্রব্য নির্মূলে বিজিবিও একশ দিনের কর্মসূচী নিয়ে জনগেনের সহযোগীতায় সীমান্ত থেকে মাদক চোরাচালানীদের নির্মুল করা হবে। সমাবেশ শেষে ঐ অঞ্চলের ২৪ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অংগীকার করেন।
বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু মৃত্যু
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আরিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উক্ত গ্রামের আব্দুল আলিমের ছেলে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় এ দূর্ঘটনাটি ঘটে খলসি বাজারের একটি ইজিবাইক চার্জ এর দোকানে।
স্থানীয় ও ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, খলসি বাজারে একটি ইজিবাইক চার্জের দোকানে ইজিবাইক চার্জে ছিল। কারনবশত ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এক পর্যায়ে আরিফ সকালে ওই বাইকে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।