নাটোরে তিনশ’ ৫৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

নাটোর প্রতিনিধি;নাটোর জেলায় এবারে তিনশ’ ৫৮টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে নাটোর পৌর এলাকায় ৩৪টি, নাটোর সদর উপজেলায় ৩৭টি, লালপুরে ৩৯টি, বড়াইগ্রামে ৪৬টি, নলডাঙ্গায় ৫১টি, বাগাতিপাড়ায় ২১টি, গুরুদাসপুরে ৩৫টি এবং সিংড়ায় সর্বোচ্চ সংখ্যক ৯৫টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। পুজা উপলক্ষ্যে ইতোমধ্যেই প্রতিটি মন্ডপ বর্ণীল সাজে সাজানো হয়েছে। নাটোর জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা জানান, দূর্গা পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল পুজা কমিটির কর্মকর্তা ও প্রশাসনের সাথে একাধিক মতবিনিময় সভা করা হয়েছে। সকল মন্ডপে আলোর ব্যবস্থা নিশ্চিত করতে জেনারেটর প্রস্তুত রাখার পরামর্শ এবং দর্শনার্থী পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক পথ করতে বলা হয়েছে। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, এবারে নাটোর জেলার সাতটি উপজেলার পুজা মন্ডপে নিরাপত্তার জন্য তিনশ’ ৭২ জন পুলিশ এবং দুই হাজার ২২ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়োজন করা হয়েছে। এছাড়াও পূজার কয়েকদিন পুলিশ এবং র‌্যাবের বিশেষ টহল টীম সার্বক্ষণিক কাজ করবে।

 

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।