নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গী গ্রামের ওয়াজেদ চোকদার (৭০), বাঙ্গালকান্দা গ্রামের মেহেরুন্নেছা (৫৫) ও ভবুকদিয়া গ্রামের সেকেন্দার শেখ (৭৫)।

নগরকান্দা থানার এএফএম নাসিম জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভাবুকদিয়া এলাকায় একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় ওই দোকানের দুই গ্রাহক বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানান ওসি।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।