মিয়ানমানের রাখাইন রাজ্যে দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজারে পৌঁছেছে। কক্সাবাজারে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
নতুন করে অনুপ্রবেশ না ঘটলেও আগেই ঢুকে পড়া ৩৫ হাজার রোহিঙ্গা মুসলিমের সংখ্যা যোগ করে তালিকা হালনাগাদ করায় এই সংখ্যা বেড়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
২৫ অগাস্ট নিরাপত্তা বাহিনী ও বৌদ্ধদের গণহত্যা ও নির্যাতনের পর থেকে রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে।
সংস্থাগুলোর সমন্বয় কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকার সংখ্যা প্রধানত বেড়েছে, দুটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া নতুন প্রায় ৩৫ হাজারের কারণে, যেটা সর্বশেষ হালানাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।”