রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় করবে তুরস্ক

বুধবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আকদাজ।

বুধবার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন।

এ সময় তার সঙ্গে স্ত্রী সায়মা আকদাজ, তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মেহমেত গুলোগলু ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। খবর আনাদলু এজেন্সির।

এ সময় তুর্কি উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প নির্মাণের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের জন্য ক্যাম্প, ভবন ও হাসপাতাল নির্মাণ করতে আগ্রহী। এজন্য তুরস্ক ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। বাংলাদেশ সরকার জায়গা নির্দিষ্ট করলে তুরস্ক নির্মাণকাজ শুরু করবে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।