শ্রীমঙ্গল থেকে দুই দিন পর উদ্ধার নিখোঁজ মেয়র

নিখোঁজের দুই দিন পর জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার হাত-পা বাঁধা অবস্থায় মেয়রকে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়। এর বেশি কিছু তিনি জানাতে রাজি হননি।

তবে সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে বলে তিনি জানান।

মেয়রের বড় ভাই মো. সাইফুল ইসলাম টুকন জানান, তার ছোট ভাই রুকন সোমবার সকালে ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর বাসা থেকে বের হয়ে স্থানীয় পার্কে যায়। সেখানে তার জন্য একজন লোক অপেক্ষা করছে বলে পরিবারের লোকজনকে জানায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পায়নি পরিবার।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।