জন্মদিনে ছেলেকে সোনার চেইন দিলেন শাকিব খান

শাকিব খান ও অপু বিশ্বাসের (অপু ইসলাম খান) একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন আজ। তাইতো ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে মূল্যবান সোনার চেইন দিয়েছেন শাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র। জানা যায়, জয়ের জন্মদিন উপলক্ষে আজ বুধবার দুপুরে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। সেখানে তিনি গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। সব ঠিক মতো হলেও সেখানে যাননি শাকিব খান। কারণ এই সময় ছেলে আব্রামকে নিয়ে নিজ বাসায় চমৎকার কিছু সময় কাটান তিনি। আর জয়কে শাকিবের গুলশান দুইয়ের বাসায় নিয়ে আসেন অপু বিশ্বাসের আত্মীয় শেলী। তিনি জানান, ছেলের সঙ্গে অনেকটা সময় কাটান শাকিব। এদিকে অপু আগেই জানিয়েছেন, আব্রামের জন্মদিন উপলক্ষে আজ গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তিনি কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন। তবে আজ দুপুরেও জানা গেছে, এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না শাকিব খান। উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭শে সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০শে এপ্রিল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন, শাকিব খান তাঁর স্বামী। তাদের বিয়ে হয়েছে। আর তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তখন থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।