ফেনীতে মাদক সেবন ও বহনের অভিযোগে ছরোয়ার হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতার ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ছরোয়ার হোসেন ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা জানান, শহরের বিরিঞ্চি এলাকায় একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ওই এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় যুবলীগ নেতা ছরোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ নেশাগ্রস্থ অবস্থায় ছরোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে আটককৃত ছরোয়ার দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। বিকেলে তাকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা বাজারস্থ হাজী বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির মো. ইয়াকুবের ছেলে মো. জাহাঙ্গীরকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকেও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। তাকেও কারাগারে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …