শ্রীলংকার রাজধানী কলোম্বোতে জাতিসংঘের একটি সেফজোনে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা চালিয়েছে কট্টরপন্থী বুদ্ধরা। এসময় বিক্ষোভের মুখে সরিয়ে নেয়া হয় আশ্রয় দেয়া রোহিঙ্গা মুসলিমদের।
প্রসঙ্গত, ২০১২ সালে রাখাইনে দাঙ্গার সময় ভারতে আশ্রয় নেয় অনেক রোহিঙ্গা। এছাড়া গেল এপ্রিলে সাগর পথে শ্রীলংকায় প্রবেশ করেন হামলার শিকার এইসব রোহিঙ্গারা। তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কট্টরপন্থীরা এ হামলায় চালায় বলে জানা যায়।
মিয়ানমারের রাখাইনে সহিংসতায় শ্রীলংকায় রোহিঙ্গা বিরোধী মনোভাব আরও বেড়েছে।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …