অভয়নগরে দূর্গা পূজায় রোহিঙ্গা সহায়তা বাক্স : ফান্ডে লক্ষ টাকা!

বি.এইচ.মাহিনী ঃ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী সার্বজনীন পূজা মন্দির কর্তৃপক্ষ এবছর ব্যতিক্রমী এক আয়োজন করে দৃষ্টি কড়েছে সবার। চলতি দূর্গা পূজা উপলক্ষ্যে পূজা মন্দিরের সামনে রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় সহায়তা বাক্স বসিয়ে মানবতার কল্যাণে প্রতিদিন হাজার হাজার টাকা সংগ্রহ করছে। সরজমিনে দেখা মন্দিরের পাশে কয়েকটি বাক্সে ‘মানবতার সেবায় রোহিঙ্গাদের জন্য দান করুন’ লেখা। পূজার দর্শক ও সংশ্লিষ্ট সকলেই উক্ত বাক্সে সাধ্যমত সহয়তা দিচ্ছেন। এমন অভূতপূর্ব ও মানবকল্যাণের কাজটি দেখে সকলেই উক্ত পূজা মন্দির কমিটির প্রশংসায় পঞ্চমুখ। এ বিষয়ে দক্ষিণবাংলা’র ভৈরব উত্তরের এ প্রতিবেদককে মন্দির কমিটির সভাপতি ইন্দ্রজিত মন্ডল ও সা. সম্পাদক রনজিত কুমার জানান, আমরা মানবতার কল্যানে কাজ করার উদ্দেশ্যে সকলে মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। আজ (গতকাল) সপ্তমী’র দিন পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকা জমা হয়েছে। আশা করছি সহয়তা অব্যাহত থাকলে লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি রবিউল ইসলাম ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শোকর আলী, মহানন্দ বিশ্বাস, উত্তম বিশ্বাস, দিপক, মিলনসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

২৮-০৯-১৭

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।