বিশ্বের সেরা আয়ের অভিনেত্রীর তালিকায় প্রিয়াংকা

বলিউডের পর হলিউডবাসীর মনও প্রিয়াংকা চোপড়া জয় করে ফেলেছেন ইতিমধ্যে। টেলিভিশন সিরিজ থেকে চলচ্চিত্র, বড় বড় পার্টি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান মাতানো, বিজ্ঞাপনের মডেল- এই কোন ক্ষেত্রেই কম যাচ্ছেন না তিনি। এবার আরও একটি রেকর্ড গড়লেন তিনি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৭ সালের ১ জুন সময়ে আয়ের নিরিখে তিনি আছেন আট নম্বরে। প্রিয়াংকা এই সময়ে আয় করেছেন ১ কোটি মার্কিন ডলার (৬৫ কোটি রুপি)। এই তালিকায় এক নম্বরে আছেন ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারজারা। তার আয় ৪ কোটি ১৫ লাখ ডলার (২৭১ কোটি রুপি)। এ নিয়ে টানা ছয়বার ফোর্বসের হিসাবে শীর্ষস্থান পেলেন তিনি। এর মধ্যে এক-চতুর্থাংশ এসেছে সিরিজ থেকে। বাকিটা তিনি আয় করেছেন বিজ্ঞাপনি চুক্তি থেকে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।