হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীতে সদর উপজেলার ঝাউডাঙ্গার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি ঝাউডাঙ্গার মানিকতলা পূজা মন্ডপে রাত ৮টায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষের সভাপত্বিতে সকল শ্রেণির মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামন্ডপে কোন রকম বিশৃংখলা করার চেষ্টা করবেন না। কোন রকম বিশৃংখলার চেষ্টা করলে আইনশৃঙখলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। শান্তি পুর্ণভাবেপূজা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। এ এলাকায় হিন্দু মুসলমান ও অন্য জাতির মানুষের সাথে কারোর বিরোধ নেই। সবাই কাঁধে কাঁধ রেখে শান্তিপূর্ণভাবে বসাবস করে থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গনেশ মন্ডল, থানা আ’লীগের সদস্য সুনীল ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারকনাথ পাল ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাউডাঙ্গার ১৮টি পূজামন্ডপ পরিদর্শন করেন। অপরদিকে মানিকতলা পূজামন্ডপ থেকে পূজা কমিটির পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …