তারকাদের বিচ্ছেদ ইমেজ সংকটে শোবিজ অঙ্গন

দেশীয় মিডিয়ায় তারকাদের বিচ্ছেদের বিষয়টি নতুন কিছু নয়। আগেও তারকাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু গত কয়েক বছরে এর মাত্রা কেবল বেড়েই চলেছে। চলতি সময়ে তারকাদের বিচ্ছেদের খবর শুনতে শুনতে সাধারণ মানুষের কাছেও বিষয়টি সহজ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মিডিয়ার মানুষ সম্পর্কে একটি নেতিবাচক ধারণাও তৈরি হয়েছে। যার ফলে ইমেজ সংকটে পড়েছে পুরো শোবিজ অঙ্গন। কদিন পর পরই তারকাদের বিচ্ছেদ কিংবা সংসার ভাঙার খবর শুনতে মানুষও এখন বেশ অভ্যস্ত। বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে তার স্ত্রী রেহানের বিচ্ছেদ ঘটে। পরে রেহান জানান মডেল-অভিনেত্রী তানজীন তিশার সঙ্গে হাবিবের সম্পর্কে জের ধরেই বিচ্ছেদের এই ঘটনা ঘটেছে। এমনকি হাবিব-তিশার লিভ টুগেদারের বিষয়টিও তিনি সামনে আনেন। রেহান সরাসরি অভিযোগ করেন, হাবিব ও তিশার সম্পর্কের কারণেই মূলত তার সংসার ভেঙেছে। পরে হাবিবের সঙ্গে তিশার সম্পর্কের বিয়ষটি প্রমাণিতও হয়। কারণ, তিশা তার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে হাবিবের সঙ্গে একটি ছবি দেন। যদিও একদিন বাদেই সেটি সরিয়ে নিয়েছেন তিনি। পাঁচ বছর সংসারের পর হাবিব-রেহানের এই বিচ্ছেদের ঘটনাটি নাড়া দিয়ে গেছে সবাইকে। তবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত বিচ্ছেদের খবর হলো তারকা দম্পতি তাহসান ও মিথিলার। সুখী এই দম্পতি ১১টি বছর পার করেছিলেন একসঙ্গে। আয়রা নামের একটি কন্যাসন্তানও রয়েছে তাদের। কিন্তু বনিবনা না হওয়ায় তাহসান ও মিথিলা দুজনই তাদের ডিভোর্সের বিয়ষটি মিডিয়াকে জানান। তাহসান ও মিথিলা ভক্তরা তাদের বিচ্ছেদের খবরটি একেবারেই মেনে নিতে পারেননি। এমনকি ফেসবুকে তাদের ভক্তরা গ্রুপ খুলেন ‘তাহসান-মিথিলার ডিভোর্স চাই না’ শিরোনামে। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের বিষয়টি পাকাপাকি হয় তাদের। বিচ্ছেদের পর এরই মধ্যে তাহসান ও মিথিলা দুজনই স্বাভাবিকভাবে কাজও শুরু করেছেন। হাবিব ও তাহসানের আগে সংগীত তারকা হৃদয় ও মডেল-অভিনেত্রী সুজানার ডিভোর্সের ঘটনাটিও ছিল বেশ নাটকীয় ও আলোচিত। দুজনই প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছর যেতে না যেতেই তাদের মধ্যে মলমালিন্য শুরু হয়। যার ফলে ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। এদিকে গত বছর স্বামী শিবলী সাদিককে ডিভোর্স দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। কারণ হিসেবে সালমা জানান তার স্বামী তাকে গান করতে দিচ্ছিলেন না। অবশেষে একপর্যায়ে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকার সঙ্গে তার স্বামী মাহিম করিমের বিচ্ছেদের খবর শিরোনামে আসে গত বছর। ২০১৪ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। কিন্তু দু’বছরের মাথায় সংসার ভাঙে সারিকা-মাহিমের। কারণ সেই একটাই। বোঝাপড়া হচ্ছিল না তাদের। গত কয়েক বছর ধরেই মিডিয়ার চর্চিত প্রেম ছিল মডেল-অভিনেত্রী শখের সঙ্গে অভিনেতা নিলয়ের। সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। ফের জোড়া লাগে। গত বছর তারা বিয়ে করেন। কিন্তু চলতি বছর এসে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে। বোঝাপড়া হচ্ছিল না বলেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। সর্বশেষ সংসার ভাঙে মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। নির্মাতা রাফসান আহমেদের সঙ্গে প্রেম করে দু’বছর আগে বিয়ে করেন স্পর্শিয়া। কিন্তু গত মাসের ২১ তারিখ তারা আনুষ্ঠানিক বিচ্ছেদে চলে যান। তবে খবরটি প্রকাশ পায় তিন দিন আগে। এ ঘটনাগুলোর বাইরেও আরও বেশ কজন তারকা বর্তমানে বিচ্ছেদের চিন্তা-ভাবনা করছেন। খুব দ্রুতই হয়তো সেই ঘটনাগুলোও সামনে আসবে। কিন্তু তারকাদের এমন ধারাবাহিক বিচ্ছেদের বিয়ষটি প্রশ্নবিদ্ধ করছে পুরো শোবিজ অঙ্গনকে। শোবিজের ইমেজ পড়ছে আরও বেশি সংকটে। সাধারণ শ্রোতা কিংবা অনেক দর্শকই মনে করেন তারকাদের কাছে সংসার হলো ছেলেখেলা। সেটা ভেঙে যাওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু কোনভাবেই সুরাহা লক্ষ্য করা যাচ্ছে না। বেশিরভাগ বিচ্ছেদের কারণ হলো বোঝাপড়ার অভাব। অনেকে সংসারের ১১ বছরের মাথায় বিষয়টি অনুভব করছেন, আবার অনেকে এক বছরের মাথায়। এছাড়াও ধৈর্যের অভাব, ইগো সমস্যা, অসহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব, অসহযোগিতাসহ বিভিন্ন সমস্যার কারণে তারকাদের মাঝে বিচ্ছেদ হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এভাবে চলতে থাকলে শোবিজ অঙ্গনের ইমেজ তলানিতে গিয়ে ঠেকবে। তাই এ বিষয়টির প্রতি নজর দিয়ে তারকারা যেন  নিজদের সমস্যাগুলো নিজেরাই শুধরে নেন সেদিকেই জোর দিয়েছেন শোবিজবোদ্ধারা। তা না হলে শোবিজের ইমেজ সংকট আরও বাড়বে বলে মনে করছেন তারা।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।