সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে বদ্ধ পরিকর- -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর থাকায় এখনও কাজ করে যাচ্ছে। বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেমন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে ঠিক এখন তেমন তাদের বাড়ি ঘর সংস্কার ও মেরামত করতেও নগদ অর্থ আর ঢেউটিন দিয়ে সহায়তা করছে। তিনি শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণের সময় প্রধন অতিথির বক্তব্যে এ’কথা বলেন। উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ২৮টি পরিবারের মধ্যে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ পাঁচশ’ করে টাকা হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ মাহমুদ এবং ডাহিয়া উউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

নাটোরে কলেজ শিক্ষকদের সাথে পিএসসি মেম্বারের মতবিনিয় সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
নাটোরে কলেজ শিক্ষকদের সাথে পিএসসির মেম্বারের এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের কৃতি সন্তান পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার সমর চন্দ্র পাল। এসমসয় তিনি বলেন, আগামীতে দেশ ও জাতিকে এগিয়ে নিতে বিসিএস পরীক্ষার্থীদের সমাজের পারিপার্শিক অবস্থা ও বাস্তবতা বিবেচনা করেই নিজেদের তৈরি করে নিতে হবে। আর তাদের তৈরি করতে অভিভাবকদের পরেই সবচেয়ে বেশী দায়িত্ব করতে হবে কলেজ শিক্ষকদের। সমর চন্দ্র পাল জানান, বিসিএস পরীক্ষার ভিতি কাটিয়ে তুলতে কমিশনের সকল সদস্যরাই এখন তাদের নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ ধরনের মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ ভদ্র, অধ্যাপক মুজিবুল হক নবী ও অধ্যাপক সুবিধ কমার মৈত্র।

মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।