খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়ার শালিখা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচে ৭টি দল অংশ গ্রহন করেন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুলপোতা গ্রাম, দ্বিতীয় স্থান অধিকার করেন সোনাবাধাল গ্রাম এবং তৃতীয় স্থান অধিকার করেন ষষ্ঠ গ্রাম। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নদীর দু’পাশে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেন। নৌকা বাইচের প্রথম স্থান কুলপোতা গ্রামকে পুরস্কার দেন পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল, দ্বিতীয় স্থান অধিকারী সোনাবাধালকে পুরস্কার দেন পাটকেলঘাটা সাইমুম ইলেকট্রনিক্স’র মালিক রোকনুজ্জামান এবং তৃতীয় স্থান অধিকারী ষষ্ঠ গ্রামকে পুরস্কৃত করেন দলুয়ার রবীন ফিসের মালিক হরিদাস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান, সাংবাদিক শাহিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …